Nuclear Plant | চাঁদের মাটিতে পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র স্থাপনের প্রকল্প; একসঙ্গে কাজ করবে ভারত, চিন ও রাশিয়া
Monday, September 9 2024, 12:09 pm
Key Highlights
পৃথিবীর বুকে ভারত চিন একজোট হয়ে চাঁদের মাটিতে পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র স্থাপন করতে চলেছে।
ফের চাঁদ নিয়ে গবেষণা করবে ভারত। তবে এবার সঙ্গী হবে চিন এবং রাশিয়া। পৃথিবীর বুকে ভারত চিন একজোট হয়ে চাঁদের মাটিতে পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র স্থাপন করতে চলেছে। রাশিয়ার পারমাণবিক শক্তি উৎপাদন সংস্থার প্রধান অ্যালেক্সেই লিখাচেভ এই যৌথ প্রকল্পের কথা ঘোষণা করে বলেন। চাঁদের মাটিতে ছোট ছোট করে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করতে চায় রাশিয়া। সেখান থেকে অন্তত হাফ মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হতে পারে। এই প্রকল্পেই অংশ নেবে ভারত এবং চিন।