USA Plane-Helicopter Clash । মার্কিন হেলিকপ্টারের ধাক্কায় ৬০ যাত্রীকে নিয়ে নদীতে পড়লো বিমান, মৃত ১৮, বাড়ছে নিহতের সংখ্যা

Thursday, January 30 2025, 6:53 am
USA Plane-Helicopter Clash । মার্কিন হেলিকপ্টারের ধাক্কায় ৬০ যাত্রীকে নিয়ে নদীতে পড়লো বিমান, মৃত ১৮, বাড়ছে নিহতের সংখ্যা
highlightKey Highlights

ওয়াশিংটন ডিসির কাছে মাঝ আকাশে যাত্রীবাহী বিমানের সঙ্গে ধাক্কা লাগে মার্কিন সেনার একটি হেলিকপ্টারের। ৬০ জন যাত্রী নিয়ে বিমানটি ভেঙে পড়েছে কাছের পোটোম্যাক নদীতে। ঘটনায় এপর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে বলে খবর।


আমেরিকায় ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বিমান। সূত্রের খবর, স্থানীয় সময় বুধবার রাত ৯টা নাগাদ রোনাল্ড রেগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ৫৩৪২র সঙ্গে ধাক্কা লাগে মার্কিন সেনার একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের। প্রবল সংঘর্ষে ৬০ জন যাত্রী নিয়ে পোটোম্যাক নদীতে ভেঙে পড়ে যাত্রীবাহী বিমানটি। দুর্ঘটনার পরপরই উদ্ধারকার্য শুরু হয়। এপর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে, মৃতদের সংখ্যা বাড়তে পারে বলে খবর। দুর্ঘটনার জেরে ওয়াশিংটন ডিসি বিমানবন্দর থেকে বিমান চলাচল বন্ধ করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File