Manipur Conflict | মণিপুরে ফিরতে চলছে শান্তি! দুই গোষ্ঠী কুকি এবং মেতেইদের মধ্যে স্বাক্ষরিত হলো শান্তিচুক্তি
Friday, August 2 2024, 6:09 am
Key Highlightsপ্রায় ১ বছর পর অবশেষে মণিপুরে শান্তি ফিরতে চলেছে। জানা গিয়েছে, জিরিবাম জেলায় বিবাদমান দুই গোষ্ঠী কুকি এবং মেতেইদের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়েছে।
প্রায় ১ বছর পর অবশেষে মণিপুরে শান্তি ফিরতে চলেছে। জানা গিয়েছে, জিরিবাম জেলায় বিবাদমান দুই গোষ্ঠী কুকি এবং মেতেইদের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার মণিপুর পুলিশ, অসম রাইফেলস এবং সিআরপিএফ (CRPF) আধিকারিকদের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। দুই পক্ষই অস্ত্র ছেড়ে পরিস্থিতি স্বাভাবিক করতে একে অপরকে সাহায্য করতে সম্মত হয়েছে বলে মণিপুর সরকারের দাবি। আপাতত এই শান্তিচুক্তি একটি জেলার মধ্যে সীমাবদ্ধ থাকলেও, শান্তি ফেরানোর প্রক্রিয়ায় এটা বড়সড় মাইলফলক হতে পারে।
- Related topics -
- মনিপুর
- মনিপুর জনজাতি সংঘর্ষ
- চুক্তি স্বাক্ষর

