দেশ

Ahmedabad Flight Crash | আমেদাবাদে ভেঙে পড়লো যাত্রীবাহী বিমান! অন্তত ২০০ জনের মৃত্যুর আশঙ্কা!

Ahmedabad Flight Crash | আমেদাবাদে ভেঙে পড়লো যাত্রীবাহী বিমান! অন্তত ২০০ জনের মৃত্যুর আশঙ্কা!
Key Highlights

! গুজরাটের আমেদাবাদে মেঘানিনগরে লোকালয়ে ভেঙে পরে এয়ার ইন্ডিয়ার ওই বিমান।

শতাধিক যাত্রী নিয়ে ভেঙে পড়ল বিমান! গুজরাটের আমেদাবাদে মেঘানিনগরে লোকালয়ে ভেঙে পরে এয়ার ইন্ডিয়ার ওই বিমান। লন্ডনগামী উড়ানে দুর্ঘটনায় অন্তত ২০০জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ফ্লাইট ওড়ার পরেই বিমানবন্দরের খুব কাছেই উড়ানটি ভেঙে পড়েছে। ২৪২ জন যাত্রী ছিলেন বিমানটিতে। দুপুর ১টা থেকে ২টোর মধ্যে এই ঘটনা ঘটেছে। ইতিমধ্যে এঘটনাস্থলে ১২টির উপরে অ্যাম্বুল্যান্স আনা হয়েছে। ভাইরাল ছবিতে দেখা যায়, চার দিক কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে।