Kolkata House Collapse | রোববারের দুপুরে কলকাতায় ভেঙে পড়লো শতাব্দীপ্রাচীন বাড়ি, আহত ১
Sunday, March 16 2025, 3:22 pm

রবিবার মুক্তারাম বাবু স্ট্রিটে সংস্কার চলাকালীন ভেঙে পড়ল বাড়ির একটি অংশ। ঘটনায় আহত হন এক নির্মাণকর্মী।
রবিবার খাস কলকাতায় ভেঙে পড়লো শতাব্দীপ্রাচীন বাড়ি। সূত্রের খবর, এদিন জোড়াসাঁকো থানা এলাকার মুক্তরামবাবু স্ট্রিটে একটি চারতলা পুরোনো বাড়ি সংস্কারের কাজ চলছিল। কাজ চলার কারণে বাসিন্দাদের কেউ সেদিন বাড়িতে ছিলেন না। দুপুর ৩টে নাগাদ হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ির সামনের অংশ। একজন কর্মী ভাঙা অংশে আটকে পড়েন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় জোড়াসাঁকো থানার পুলিশ এবং দমকলকর্মীরা। আটকে পড়া কর্মীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর চোট গুরুতর নয় বলেই খবর।
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- বাংলার বাড়ি
- কলকাতা পুরসভা