আর জি কর কান্ড

R G Kar | আরজিকরে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার দিন রাতে কেবি হস্টেলের হয়েছিল নাইট পার্টি, কারা ছিল? তালিকা চাইলো CBI

R G Kar | আরজিকরে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার দিন রাতে কেবি হস্টেলের হয়েছিল নাইট পার্টি, কারা ছিল? তালিকা চাইলো CBI
Key Highlights

৮ই অগস্ট আরজিকর মেডিক্যাল কলেজের একটি পার্টি হচ্ছিল কেবি হস্টেলের ছাদ। অপর একটি পার্টি হচ্ছিল এমার্জেন্সি বিল্ডিংয়ের ফিমেল ওয়ার্ডের ছাদে।

আরজিকর কান্ডে সিবিআইয়ের হাতে ফের চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, ঘটনার দিন রাতে কেবি হস্টেলের নাইট পার্টি হয়েছিল। ৮ই অগস্ট আরজিকর মেডিক্যাল কলেজের একটি পার্টি হচ্ছিল কেবি হস্টেলের ছাদ। অপর একটি পার্টি হচ্ছিল এমার্জেন্সি বিল্ডিংয়ের ফিমেল ওয়ার্ডের ছাদে। সেসেই নাইট পার্টির হই হট্টগোলের আওয়াজ পৌঁছেছিল এমার্জেন্সি বিল্ডিংয়েও। সেই পার্টিতে কারা উপস্থিত ছিলেন তার তালিকা চেয়ে পাঠিয়েছে সিবিআই। জানা গিয়েছে, এই পার্টি আয়োজনের ক্ষেত্রে অর্থোপেডিক বিভাগের জুনিয়র চিকিৎসকদের একাংশের যোগ ছিল। সন্দীপ ঘোষ নিজেও অর্থোপেডিক সার্জেন্ট।