Vinesh Phogat | কুস্তিগীরের সংসারে আসছে খুদে সদস্য, মা হতে চলেছেন ভিনেশ ফোগাট
Friday, March 7 2025, 5:03 am
Key Highlightsনতুন বছর নতুন আশা নিয়ে এল ভিনেশ ফোগাটের জীবনে। তারকা কুস্তিগির ঘোষণা করলেন, নতুন অতিথি আসছে তাঁদের সংসারে।
গতবছর ১০০ গ্রাম ওজনের গেরোয় অলিম্পিক পদক হাতছাড়া হয়েছিল। এবার নতুন বছরে খুশির খবর দিলেন কুস্তিগীর ভিনেশ ফোগট। হরিয়ানার এই তারকা কুস্তিগীর বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে জানিয়েছেন মা হতে চলেছেন তিনি। নিজের ও স্বামী সোমবীর রাঠের ছবি পোস্ট করে ক্যাপশনে ভিনেশ লিখেছেন, ‘আমাদের প্রেমকাহিনীতে একটি নতুন অধ্যায়।’ সঙ্গে যোগ করেছেন একটি ছোট্ট পায়ের ইমোজি। তারকা কুস্তিগীরের প্রেগনেন্সির খবরে খুশি নেটদুনিয়া। ভিনেশ ও সোমবীরকে শুভেচ্ছা জানিয়েছেন সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা।

