অন্যান্য

Space | মহাশূন্য থেকে পৃথিবীর দিকে ভেসে আসছে রহস্যময় রেডিও সিগন্যাল! কে পাঠাচ্ছে বেতারবার্তা?

Space | মহাশূন্য থেকে পৃথিবীর দিকে ভেসে আসছে রহস্যময় রেডিও সিগন্যাল! কে পাঠাচ্ছে বেতারবার্তা?
Key Highlights

মহাশূন্য থেকে পৃথিবীর দিকে ভেসে আসছে অতি শক্তিশালী তথা রহস্যময় রেডিও সিগন্যাল।

মহাশূন্য থেকে পৃথিবীর দিকে ভেসে আসছে অতি শক্তিশালী তথা রহস্যময় রেডিও সিগন্যাল। জ্যোতির্বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, মহাশূন্যস্থিত একটি মহাজাগতিক বস্তু বা পদার্থ থেকে আসছে ওই রেডিও সিগন্যাল। যার নাম দেওয়া হয়েছে GLEAM X J0704−37। অঙ্ক কষে দেখা গিয়েছে, প্রতি ২.৯ ঘণ্টার ব্যবধানে আসছে সেই সিগন্যাল। বিজ্ঞানীরা মনে করছেন, এর উদ্ভবের পিছনে বামন নক্ষত্রও থাকতে পারে। বিজ্ঞানীরা বলছেন, এর আগে এত বেশি সময়ের ব্যবধানে এমন বেতারবার্তা মহাশূন্য থেকে পৃথিবীর দিকে কখনও ভেসে আসেনি।