Uttar Pradesh । পার্টি শেষে বন্ধুর ফ্ল্যাটের আটতলা থেকে পরে মৃত্যু তরুনের, আত্মহত্যা নাকি খুন? ঘনাচ্ছে রহস্য

Sunday, January 12 2025, 4:42 am
highlightKey Highlights

বন্ধুর বাড়িতে পার্টিতে গিয়েছিলেন তরুণ। মাঝরাতে পার্টি চলাকালীন ঘটল বিপত্তি। আটতলা থেকে সোজা মাটিতে পড়লেন তিনি।


গিয়েছিলেন বন্ধুর ফ্ল্যাটে পার্টি করতে। পার্টি চলাকালীন আটতলা থেকে সোজা মাটিতে পড়লেন তরুণ। সঙ্গেসঙ্গেই মৃত্যু হলো তাঁর। ঘটনাটি ঘটেছে নয়ডার সেক্টর ৯৯এ। পুলিশ সূত্রে খবর, মৃত তরুনের নাম তাপস, তিনি গাজিয়াবাদের বাসিন্দা। নয়ডার এক বেসরকারি কলেজে এলএলবি নিয়ে পড়াশোনা করছিলেন তিনি। সেদিন সেক্টর ৯৯এর এক বহুতল আবাসনে বন্ধুর ডাকে পার্টিতে গিয়েছিলেন তাপস। পার্টির মাঝে ফ্ল্যাটের ব্যালকনি থেকে পরে যান তিনি। তাপসের কয়েকজন বন্ধুর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তদন্ত শুরু হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File