Operation Akhal | জঙ্গি নিকেশে জম্মু কাশ্মীরে ‘অপারেশন অখল’ ভারতীয় সেনার, খতম ১ সন্ত্ৰাসবাদী

Saturday, August 2 2025, 4:56 am
highlightKey Highlights

শনিবার সকালে কুলগামে ভারতীয় সেনার অপারেশনে এক জঙ্গি নিকেশ হয়েছে বলে খবর।


সোমবার শ্রীনগরে ‘অপারেশন মহাদেবে’ পহেলগাঁও হামলার ৩ জঙ্গিকেই খতম করেছে ভারতীয় সেনা। উদ্ধার হয়েছে সেই আগ্নেয়াস্ত্র যা পহেলগাঁওয়ে পর্যটক হত্যায় ব্যবহার করা হয়েছে। এরপরই শুক্রবার সকাল থেকে জম্মু কাশ্মীরে জঙ্গি নিকেশ ‘অপারেশন অখল’ অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা। সূত্রের খবর, শনিবার সকালে কুলগামে ভারতীয় সেনার অপারেশনে ১ জঙ্গি নিকেশ হয়েছে। বর্তমানে কুলগামের বিরাট এলাকাজুড়ে তল্লাশি চালাচ্ছে সেনা। বেশ কয়েকজন জঙ্গি ওই অঞ্চলে লুকিয়ে রয়েছে বলে খবর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File