Eden Gardens Metro Station | কলকাতা মেট্রোর নেটওয়ার্কে জুড়তে চলেছে ইডেন গার্ডেন্সও, বরাদ্দ ১,০০০ কোটি
Wednesday, March 12 2025, 5:40 pm

ইডেন গার্ডেন্স স্টেডিয়ামের এক নম্বর গেটের ঠিক উলটো দিকেই মেট্রো স্টেশন তৈরি করা হবে। এই প্রকল্পে ১,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
ইডেন গার্ডেন্সে তৈরী হবে মেট্রো স্টেশন। এবার এই প্রকল্পের অনুমোদন দিলো ভারতীয় রেল। সূত্রের খবর, মোহনবাগান মাঠের একেবারে কাছে ইডেন গার্ডেন্স স্টেডিয়ামের এক নম্বর গেটের ঠিক উলটো দিকেই মেট্রো স্টেশন তৈরী করা হবে। এই প্রকল্পে জন্য বাড়তি ১,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই স্টেশন তৈরী হলে জোকা থেকে এসপ্ল্যানেড হয়ে আরও ১.৬ কিলোমিটার এগিয়ে ইডেন গার্ডেন্স স্টেশন পর্যন্ত আসবে মেট্রো। পার্পল লাইনের ১৩ তম মেট্রো স্টেশন হবে ইডেন গার্ডেন্স।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা মেট্রো
- মেট্রো পরিষেবা
- মেট্রো
- মেট্রো আধিকারিক
- মেট্রো কর্তৃপক্ষ
- ইডেন গার্ডেন