China Vegetable Market Fire । চিনের বাজারে ভয়াবহ আগুন, নিহত ৮, আহত ১৫
Saturday, January 4 2025, 2:55 pm
Key Highlightsচিনে সবজি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল ৮ জনের। আহত হয়েছেন আরও ১৫ জন।
ভয়াবহ অগ্নিকান্ড চিনের সবজি বাজারে। সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার দুপুরে চিনের হেবেই প্রদেশের ঝাংজিয়াকু শহরের লিকুয়াং সবজি বাজারে আচমকাই আগুন লাগে। চারিদিক চেয়ে যায় কালো ধোঁয়ায়। ব্যবসায়ী ও বাসিন্দারা মিলে তড়িঘড়ি আগুন নেভানোর কাজে হাত লাগান। দুই ঘণ্টার মধ্যে আগুন নিভিয়ে ফেলা হয়। তবে ততক্ষনে পুড়ে গিয়েছে অজস্র দোকানপাট। অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ৮ জনের। আহত হয়েছেন আরও ১৫ জন। দমকল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনার তদন্ত করা হচ্ছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- চীন
- অগ্নিকান্ড
- আহত
- নিহত
- মৃত্যু

