Body Recover in Train | সাঁতরাগাছিতে ট্রেনের শৌচাগার থেকে উদ্ধার এক ব্যক্তির ঝুলন্ত দেহ!

Tuesday, February 25 2025, 5:34 pm
Body Recover in Train | সাঁতরাগাছিতে ট্রেনের শৌচাগার থেকে উদ্ধার এক ব্যক্তির ঝুলন্ত দেহ!
highlightKey Highlights

মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা না গেলেও প্রাথমিক অনুমান, ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন।


এক্সপ্রেস ট্রেনের শৌচাগার থেকে উদ্ধার এক ব্যক্তির ঝুলন্ত দেহ! জানা গিয়েছে, হাওড়া স্টেশনে একটি মেল ট্রেন আসে। হাওড়ায় যাত্রীরা নেমে যাওয়ার পরে হাওড়া স্টেশন থেকে সাঁতরাগাছি কারশেডে আসে ওই দূরপাল্লা ট্রেনটি। সেখানেই ট্রেন সাফ করার সময় রেলকর্মীদের নজরে পড়ে ঝুলন্ত দেহ। জিআরপি সূত্রে খবর, ট্রেনের শৌচাগার থেকে যে ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে, তার কাছ থেকে কোনও টিকিট পাওয়া যায়নি। মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা না গেলেও প্রাথমিক অনুমান, ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File