Srabani Mela | কুম্ভমেলা থেকে শিক্ষা, তারকেশ্বরের শ্রাবনী মেলায় তৎপর প্রশাসন!

Saturday, May 24 2025, 5:42 pm
highlightKey Highlights

তারকেশ্বরে আসন্ন এই মেলায় যাত্রী সুরক্ষার পাশাপাশি যাতে যে কোনও দুর্ঘটনা এড়ানো যায়, তার জন্য শনিবার সিঙ্গুরে উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক আয়োজিত হয়।


হাতে মাত্র দু’মাস। তারপরই তারকেশ্বরে আয়োজিত হতে চলেছে শ্রাবণী মেলা। আসন্ন এই মেলায় যাত্রী সুরক্ষার পাশাপাশি যাতে দুর্ঘটনা এড়াতে কী কী ব্যবস্থাপনা নেওয়া যায় তা নিয়ে শনিবার সিঙ্গুরে উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক আয়োজিত হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বৈদ্যবাটি থেকে তারকেশ্বরের রাস্তায় ৩৫টি লোহার লকগেট এবং সমস্ত রাস্তায় আলোর ব্যবস্থা করা হবে। ব্যবস্থা করা হবে টোটো ও বাইক অ্যাম্বুল্যান্সেরও। কামারকুণ্ডু থেকে বর্ধমান অবধি স্পেশাল ট্রেন সহ অতিরিক্ত লোকাল ট্রেনের আবেদন করা হবে রেলকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File