Posthumous Padma Award 2025 | এবছর মরণোত্তর পদ্মভূষণ পাচ্ছেন একগুচ্ছ ব্যক্তিত্ব, কারা কারা রইলেন তালিকায়?
Sunday, January 26 2025, 3:19 am
Key Highlights
এবছর মরোণোত্তর পদ্ম সম্মান দেওয়া হয়েছে বহু ব্যক্তিত্বকে। তাঁদের মধ্যে, পদ্মবিভূষণ পেয়েছেন প্রধানমন্ত্রী আর্থিক উপদেষ্টা পরিষদের প্রাক্তন প্রধান বিবেক দেবরায়।
২০২৫ সালে মরণোত্তর পদ্মভূষণ পাচ্ছেন একগুচ্ছ ব্যক্তিত্ব। মরণোত্তর পদ্মভূষণে সম্মানিত করা হয়েছে অর্থনীতিবিদ তথা প্রধানমন্ত্রী আর্থিক উপদেষ্টা পরিষদের প্রাক্তন প্রধান বিবেক দেবরায়কে, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী মনোহর যোশীকে, সঙ্গীত শিল্পী পঙ্কজ উদাসকে, বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল মোদীকে। মরণোত্তর পদ্মবিভূষণে সম্মানিত হয়েছেন সাহিত্য ও শিক্ষাজগতের এমটি বাসুদেবন নায়ার, গাড়ি ইন্ডাস্ট্রির সুজুকি মোটর্সের সিইও ওসমাউ সুজুকি, বিহারের প্রখ্যাত গায়ক শারদা সিনহা। এপ্রিল মে নাগাদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেবেন।
- Related topics -
- দেশ
- পদ্ম পুরস্কার 2025
- পদ্মভূষণ
- পদ্মশ্রী
- ভারত
- জাতীয় পুরস্কার
- মৃত্যু