Sunita Williams Returns | সুনীতাদের পৃথিবীতে স্বাগত জানাতে এলো একদল ডলফিন! ভাইরাল মনমুগ্ধ করা ভিডিও!

নভোচরদের নিয়ে ভারতীয় সময় ভোর সাড়ে তিনটে নাগাদ ফ্লোরিডার সমুদ্রে অবতরণ করে ‘ড্রাগন ফ্রিডম’।
২৮৬ দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরেছেন সুনীতা উইলিয়ামসরা। নভোচরদের নিয়ে ভারতীয় সময় ভোর সাড়ে তিনটে নাগাদ ফ্লোরিডার সমুদ্রে অবতরণ করে ‘ড্রাগন ফ্রিডম’। ফ্লোরিডার সমুদ্রে সুনীতাদের নিয়ে স্পেসএক্সের মহাকাশযানটি অবতরণ করতেই সুনীতাদের সেখান থেকে নিয়ে আসার জন্য আগে থেকেই অপেক্ষা করছিল মার্কিন নৌবাহিনীর জাহাজ। কিন্তু সুনীতাদের যানটি জলে নামতেই দেখা যায় আসে পাশে ঘুরছে একদল ডলফিন! যেন সুনীতাদের পৃথিবীতে স্বাগত জানাতে এসেছে তারা। ইতিমধ্যে ভাইরাল হয়েছে এই মিষ্টি ভিডিও।