Bengaluru | পানীয় জল অন্য কাজে ব্যবহার করলেই ৫ হাজারের জরিমানা! জলসংকটের চিত্র বদলাতে কড়া পদক্ষেপ বেঙ্গালুরুতে!

বেঙ্গালুরু ওয়াটার সাপ্লাই অ্যান্ড সিউয়েজ বোর্ড। দফতরের কড়া নির্দেশ, পানীয় জল অন্য কাজে ব্যবহার করলেই পাঁচ হাজার টাকা জরিমানা দিতে হবে গৃহস্থকে!
বিগত বেশ কিছু বছর ধরে বেঙ্গালুরুতে ভয়ংকর জলসংকট তৈরী হয়েছে। এই বছরও যাতে একই সমস্যা না তৈরী হয়, সে কারণে গ্রীস্মকাল আসার আগেই বিশেষ পদক্ষেপ নিচ্ছে বেঙ্গালুরু ওয়াটার সাপ্লাই অ্যান্ড সিউয়েজ বোর্ড। দফতরের কড়া নির্দেশ, পানীয় জল অন্য কাজে ব্যবহার করলেই পাঁচ হাজার টাকা জরিমানা দিতে হবে গৃহস্থকে! এর পরেও নিয়ম না মানলে দিন প্রতি আরও ৫০০ টাকা করে জরিমানা হবে। পুরনিগম এবং জলবোর্ডের অভিযোগ, শহরের অনেক গৃহস্থই পানীয় জল দিয়ে স্নান করা, কাপড় কাচা, গাড়ি ধোয়া, রাস্তা পরিষ্কারের মতো কাজেও ব্যবহার করে থাকে।
- Related topics -
- দেশ
- ভারত
- বেঙ্গালুরু
- জল
- পানীয়জল