Safari Park । মর্মান্তিক! স্ট্যাচু অব ইউনিটির সাফারি পার্কে কৃষ্ণসার হরিণকে ছিঁড়ে খেল হিংস্র লেপার্ড, ভয়ে মৃত আরও ৭
স্ট্যাচু অব ইউনিটির কমপ্লেক্সে সাফারি পার্কে ঢুকে পড়ল হিংস্র লেপার্ড। ছিঁড়ে খেল কৃষ্ণসার হরিণকে। সেই দৃশ্য দেখে ভয়ে মৃত্যু হলো আরও সাত হরিণের।
শনিবার গুজরাটের নর্মদা জেলায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো। ১ জানুয়ারি পাঁচিল টপকে স্ট্যাচু অব ইউনিটির কমপ্লেক্সে সাফারি পার্কে ঢুকে পড়ল হিংস্র লেপার্ড। কৃষ্ণসার হরিণের একটি দলকে টার্গেট করে একটিকে মেরে ফেলে লেপার্ড। কর্তৃপক্ষের দাবি, সেই হিংস্র দৃশ্য সহ্য করতে না পেরে বাকি সাতটি হরিণও মারা যায়। তবে লেপার্ডটির খোঁজ মেলেনি। বনদপ্তর সূত্রে খবর, ওই লেপার্ডের বয়স ২ থেকে ৩ বছর। কতৃপক্ষের দাবি ফেন্সিং করা পার্কের ভিতরে লেপার্ড ঢুকে পড়ার ঘটনা প্রথমবার।
- Related topics -
- দেশ
- বন্যা
- স্ট্যাচু অব ইউনিটি
- গুজরাট
- কৃষ্ণসার হরিণ
- বনদপ্তর