রেষারেষির ফলে ফের দুর্ঘটনা ঘটল দ্বিতীয় হুগলি সেতুতে, মৃত ১
Thursday, December 21 2023, 2:26 pm
Key Highlightsমঙ্গলবার সকাল ১০টা নাগাদ হাওড়ার সাঁকরাইল থেকে দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে নিউটাউনের দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী, দ্বিতীয় হুগলি সেতুতে টোল প্লাজা পেরোনোর পর এই বাসটি আরেকটি বাসের সাথে রেষারেষি শুরু করে। এরপর আর বাসটি আর নিয়ন্ত্রণ রাখতে না পেরে সামনের বাইকে সজোরে ধাক্কা মারে। অনেকক্ষণ পরে ঘটনাস্থলে পৌঁছয় হেস্টিংস ও মন্দিরতলা থানার পুলিশ। বাইক চালককে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। ঘাতক বাস ও বাসের চালককে আটক করেছে পুলিশ।