কলকাতার বুক থেকে গ্রেফতার ২৫ কোটি টাকার এক মাদক পাচারকারী
Monday, July 19 2021, 5:10 am
Key Highlightsকলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (এসডিএফ) গোয়েন্দাদের তৎপরতায় ২৫ কোটি টাকার মাদক-সহ এক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার বিকেলে প্রগতি ময়দান থানা এলাকার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ক্যাপ্টেন ভেড়ির কাছে একটি ট্রাফিক সিগনালে একটি মোটরবাইককে আটক করা হয়েছিল। সেই মোটরবাইকের একটি বস্তার মধ্যে ১০টি ছোট প্যাকেটে রাখা ছিল ৫ কেজি ১৫৭ গ্রাম হেরোইন জাতীয় মাদক। ধৃতের নাম তাপস রায়, তাকে আজ অর্থাৎ ১৯শে জুলাই,২০২১ মাদক মামলার বিশেষ আদালতে হাজির করা হবে।