Fire Accident | বেলেঘাটা ফুটপাথের এক দোকানে বিধ্বংসী আগুন লেগেছে, অগ্নিকাণ্ডের জেরে বন্ধ যান চলাচল

বেলেঘাটায় রাস্তার ধারের দোকানে আচমকাই বিধ্বংসী আগুন। দাউদাউ আগুন নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে আশেপাশে।
আজ বিকেলবেলা শিয়ালদহ থেকে বেলেঘাটামুখী রাস্তায় বরফকলের কাছে ফুটপাথের একটি দোকানে আগুন লাগে। মুহূর্তে ভিড়ে ভরা রাস্তায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন। আগুন আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়তে লাগলে পরিস্থিতি সামলাতে দমকলের আরও ৩টি ইঞ্জিন আনানো হয়। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা। গোটা এলাকায় ঘিরে রেখেছে বেলেঘাটা থানার পুলিশ। বিপদ এড়াতে শিয়ালদহ থেকে বেলেঘাটার রাস্তায় যানচলাচল আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে।