দেশ

Delhi | কলেজের রাস্তায় ছাত্রীর ওপর অ্যাসিড হামলা! শোরগোল দিল্লি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে

Delhi | কলেজের রাস্তায় ছাত্রীর ওপর অ্যাসিড হামলা! শোরগোল দিল্লি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে
Key Highlights

কলেজ যাওয়ার পথে অ্যাসিড হামলার শিকার দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।

ধর্ষণের পর এবার অ্যাসিড হামলা দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ওপর! রবিবার অতিরিক্ত ক্লাসের জন্য কলেজ যাচ্ছিলেন দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী। মাঝরাস্তায় ৩ যুবক বাইকে করে এসে তাঁকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়ে। হাত দিয়ে মুখ ঢাকায় ছাত্রীর দুই হাত গুরুতরভাবে জখম হয়। যুবতীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্ত তিন যুবক হলেন মুকুন্দপুরের বাসিন্দা জিতেন্দ্র, তাঁর বন্ধু ঈশান ও আরমান। অভিযোগ, মাসখানেক ধরে জিতেন্দ্র যুবতীকে অনুসরণ করছিল। এ নিয়ে বচসাও তাঁদের মধ্যে।