Indian Law | 'ভারতের আইন পুরুষদেরও সমানাধিকার ও আইনি সুরক্ষা দেয়'- ধর্ষণের মিথ্যে মামলা দায়ের করায় মহিলার বিরুদ্ধে আইনি পদক্ষেপের নির্দেশ
Monday, July 29 2024, 1:19 pm

ধর্ষণের মিথ্যে মামলা দায়েরের জন্য মহিলার বিরুদ্ধে আইনি পদক্ষেপের নির্দেশ দিল দিল্লির এক আদালত।
ধর্ষণের মিথ্যে মামলা দায়েরের জন্য মহিলার বিরুদ্ধে আইনি পদক্ষেপের নির্দেশ। এক FIR-র ভিত্তিতে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল যুবককে। অভিযোগ দায়েরের পর অবশ্য অভিযোগকারিণী ম্যাজিস্ট্রেটের সামনে বিবৃতি দেন, তিনি স্বেচ্ছায় ওই যুবকের সঙ্গে হোটেলে গিয়েছিলেন এবং তাঁর সম্মতিতেই যৌন সম্পর্ক হয় দু’জনের। কিন্তু এক বিষয়ে যুবকের সঙ্গে মতভেদ হওয়ায়, রাগে ধর্ষণের ভুয়ো মামলা করেন মহিলা। এরপর মিথ্যে মামলা দায়েরের জন্য অভিযোগকারিণীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দেয় দিল্লির আদালত।