Lalbazar Abhijan | জাতীয় সংগীত গেয়ে লালবাজারে গেলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের ২২ জনের প্রতিনিধি দল
Tuesday, September 3 2024, 11:04 am
Key Highlightsলালবাজারের কাছে পৌঁছে গেল জুনিয়র ডাক্তারদের মিছিল। সেখানে সকলে জাতীয় সংগীত গাইলেন তাঁরা।
২২ ঘন্টার অনড় প্রতিবাদের পর আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের দাবি মানলো কলকাতা পুলিশ। এরপরই লালবাজারের কাছে পৌঁছে গেল জুনিয়র ডাক্তারদের মিছিল। সেখানে সকলে জাতীয় সংগীত গাইলেন তাঁরা। তারপর সেখান থেকে জুনিয়র ডাক্তারদের ২২ জনের প্রতিনিধি দল লালবাজারে গেল। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে দেখা করবেন তাঁরা। বাকিরা বেন্টিঙ্ক স্ট্রিটে বসলেন। পুলিশের তরফে কী প্রতিক্রিয়া মেলে তার উপর নির্ভর করছে অবস্থানের ভবিষ্যৎ, জানান জুনিয়র চিকিৎসকরা।
- Related topics -
- শহর কলকাতা
- আর জি কর কান্ড
- লালবাজার
- কলকাতা পুলিশ

