CRPF | টাকার বদলে তথ্য পাচার! পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এবার গ্রেফতার এবার এক CRPF জওয়ান!
Monday, May 26 2025, 4:22 pm

পাক গোয়েন্দাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পাশাপাশি টাকার বিনিময়ে নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য পাকিস্তানের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে ওই জওয়ানের বিরুদ্ধে।
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার এবার এক CRPF জওয়ান। জানা গিয়েছে, পাক গোয়েন্দাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পাশাপাশি টাকার বিনিময়ে নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য পাকিস্তানের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে ওই জওয়ানের বিরুদ্ধে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গত দুই বছরে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বহু ক্লাসিফায়েড ইনফর্মেশন তিনি পাকিস্তানি গোয়েন্দাদের হাতে তুলে দিয়েছেন বলেও অভিযোগ।ধৃত জওয়ানের নাম মোতি রাম জাট। তাঁকে ৬ জুন পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে পাতিয়ালার স্পেশাল কোর্ট।