ChatGPT | ChatGPT হয়ে উঠছে প্রাণঘাতী? মেসেজের রিপ্লাই পেয়েই আত্মহত্যা নাবালকের!

এক দম্পতি তাদের সন্তানের আত্মহত্যার কারণ হিসাবে কৃত্রিম বুদ্ধিমত্তা ‘টুল’ ChatGPT-এর দিকেই আঙুল তুলেছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ কান্ড। কৃত্রিম বুদ্ধিমত্তা ‘টুল’ ChatGPTকে নিজেদের সন্তানের আত্মহত্যার জন্যে দায়ী করলো এক দম্পতি। দম্পতির অভিযোগ, Open AIএর তৈরি ChatGPT তাদের নাবালক ছেলেকে আত্মহত্যা করার জন্য প্ররোচনা জুগিয়েছে। প্রমান হিসেবে ChatGPT সঙ্গে ওই নাবালকের কথোপকথন আদালতে জমা দিয়েছেন তাঁরা। মামলাকারী ম্যাট রেইম এবং মারিয়া রেইন। তাদের সন্তান অ্যাডাম রেইন (১৬) গতবছর থেকেই ChatGPT ব্যবহার করতে শুরু করে। সেই কথোপকথন আদানপ্রদানের মাধ্যমেই নাবালককে আত্মহত্যার প্ররোচনা দেয় এআই।
- Related topics -
- আন্তর্জাতিক
- চ্যাট জিপিটি
- ওপেনএআই
- সোশ্যাল মিডিয়া
- সামাজিক দূরত্ব
- আত্মহত্যা