Maharashtrian Couple Suicide । বিবাহবার্ষিকীর পার্টি শেষ হতেই মহারাষ্ট্রে আত্মঘাতী দম্পতি, কারণ ঘিরে ধোয়াঁশা
বাড়িতেই আয়োজন করা হয়েছিল নিজেদের ২৬তম বিবাহবার্ষিকীর পার্টি। পার্টি শেষে বাড়ি ফাঁকা হতেই একইসঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়লেন দম্পতি।
গত রাতে আত্মীয়, বন্ধুদের সঙ্গে ধুমধাম করে পালন করেছিলেন নিজেদের ছাব্বিশতম বিবাহ বার্ষিকী। ভোরে বাড়ি ফাঁকা হতেই বিয়ের পোশাক পরে আত্মহত্যা করলেন দম্পতি। আত্মহত্যার আগে সোশ্যাল মিডিয়ায় আলাদাভাবে সুইসাইড নোট পোস্ট করেন স্বামী স্ত্রী। তা দেখেই ফ্ল্যাটে ছুটে যান পরিচিতরা। পুলিশ এসে ড্রয়িং রুম থেকে স্ত্রীর ফুলে ঢাকা মৃতদেহ এবং রান্নাঘর থেকে স্বামীর মৃতদেহ উদ্ধার করে। সূত্রের খবর, মৃত জেরিল ড্যামসন অস্কার মনক্রিফ ও অ্যান মহারাষ্ট্রের নাগপুরে মার্টিননগর কলোনিতে থাকতেন।