Ishan Kishan | প্রত্যাবর্তনের শতরান! রাজস্থানের বিরুদ্ধে সেঞ্চুরি করে সব ধিক্কারের জবাব দিলেন 'অবাধ্য' ঈশান
Sunday, March 23 2025, 2:20 pm

প্রথম ম্যাচে হায়দরাবাদ সানরাইজার্সের হয়ে শতরান করে রবিবার যে ভাবে হুঙ্কার দিচ্ছিলেন, তাতে স্পষ্ট বুঝিয়ে দিলেন অনেক ক্ষোভ জমে রয়েছে তাঁর মধ্যে।
ঘরোয়া ক্রিকেট না খেলার কারণে ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছেন ঈশান কিশন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ় চলাকালীন ব্যক্তিগত কারণে বোর্ডের থেকে ছুটি নেন ঈশান। দুবাইয়ে একটি নৈশ্যপার্টিতে দেখা যায় তাকে। তারপরই বোর্ডের কোপে পড়েন তিনি। কোচ বদলালেও আর দলে ফিরতে পারেননি। এদিন রাজস্থানের বিরুদ্ধে শতরান করে তাঁর যোগ্যতার ওপর ওঠা সব প্রশ্নকে দমিয়ে দিলেন তিনি। আইপিএলের ২য় ম্যাচে ৪৭ বলে ১০৬ রান করে অপরাজিত থাকার হুঙ্কার দিতে শোনা গেলো ঈশানকে।