রাজ্য

Hooghly | সহপাঠীর ঘুসিতে প্রাণ গেল দশম শ্রেণীর ছাত্রের! চাঞ্চল্যকর ঘটনা চাঁপদানির স্কুলে!

Hooghly | সহপাঠীর ঘুসিতে প্রাণ গেল দশম শ্রেণীর ছাত্রের! চাঞ্চল্যকর ঘটনা চাঁপদানির স্কুলে!
Key Highlights

চাঁপদানির আর্য বিদ্যাপীঠ স্কুলের দশম শ্রেণির দুই ছাত্রের মধ্যে মারামারি শুরু হয়।

সহপাঠীর ঘুসিতে প্রাণ গেল ছাত্রের! ঘটনাটি ঘটেছে হুগলির চাঁপদানিতে। জানা গিয়েছে, চাঁপদানির আর্য বিদ্যাপীঠ স্কুলের দশম শ্রেণির দুই ছাত্রের মধ্যে মারামারি শুরু হয়। অভিযুক্ত সহপাঠী সজোরে ঘুসি মারে। সেই মারের চোটে গুরুতর অসুস্থ হয়ে পড়ে অপর ছাত্র। এরপর তাকে তড়িঘড়ি স্কুলের শিক্ষকরা আঙ্গাস ইএসআই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই ছাত্রকে মৃত বলে ঘোষণা করে। ঘটনা জানাজানি হতেই তীব্র চাঞ্চল্য ছড়ায়। স্কুলের সামনে প্রবল বিক্ষোভ দেখান অভিভাবক সহ স্থানীয় বাসিন্দারা।