Yashaswi Jaiswal | ইংল্যান্ডের মাটিতে ফের যশস্বী ম্যাজিক, 'এলেন, দেখলেন, শতরান করলেন,' তরুণ ক্রিকেটার

Friday, June 20 2025, 5:40 pm
Yashaswi Jaiswal | ইংল্যান্ডের মাটিতে ফের যশস্বী ম্যাজিক, 'এলেন, দেখলেন, শতরান করলেন,' তরুণ ক্রিকেটার
highlightKey Highlights

ইংল্যান্ডে পা রেখেই শতরান। ১৪৪ বলে সেঞ্চুরি সম্পূর্ণ করলেন তরুণ যশস্বী।


ভারত ইংল্যান্ড প্রথম টেস্টের প্রথম দিনের ফার্স্ট সেশনে দাপুটে ম্যাচ খেললো ভারত। নজর কাড়লেন বিরাট রোহিতের উত্তরসূরী যশস্বী জয়সওয়াল। এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড ক্যাপ্টেন বেন স্টোকস। কে এল রাহুলের সাথে ওপেন করতে নামেন যশস্বী। ৯১রানের পার্টনারশিপ গড়েন তাঁরা। রাহুল আউট হতেই শুভমন গিলের সঙ্গে জুটি গড়েন। এদিন ১৪৪ বলে সেঞ্চুরি সম্পূর্ণ করলেন যশস্বী। মারলেন ১৬টি চার ও একটি ছক্কা। ২৩ বছরের এই বাঁ হাতি ওপেনার ফের নিজের জাত চেনালেন। ৭৪ বলে ৫৮ রানে অপরাজিত থাকলেন শুভমন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File