Mirik | নিয়ন্ত্রণ হারিয়ে মিরিকে খাদে পড়লো গাড়ি! দুর্ঘটনায় মৃত্যু একজনের!আশঙ্কাজনক ৩ জন!
Saturday, March 22 2025, 10:03 am

মিরিকে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লো যাত্রীবাহী গাড়ি! দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের।
মিরিকে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লো যাত্রীবাহী গাড়ি! দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। আহত আরও বেশ কয়েক জন। জানা গিয়েছে, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার সকাল ১০টা নাগাদ দার্জিলিংয়ের সুকিয়াপোখরি থেকে শিলিগুড়ির দিকে আসছিল যাত্রী বোঝাই গাড়িটি। সে সময়ে গাড়িতে ছিলেন চালক সহ ১১ জন। গয়াবাড়িতে গাড়ি পৌঁছতেই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে যায় গাড়িটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মিরিক থানার পুলিশ। দুর্ঘটনায় মৃত্য হয়েছে এক স্থানীয় বাসিন্দার।