Kolkata Book Fair Special Metro | বইমেলার জন্যে একগুচ্ছ স্পেশাল মেট্রো চলবে কলকাতায়
Saturday, January 25 2025, 3:00 pm
Key Highlights
বইমেলার জন্য আগামী ২৮ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রো করিডরের শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ (গ্রিন লাইন ১) অবধি বাড়তি পরিষেবা মিলবে।
আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে কলকাতা বইমেলা। চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। দূরদূরান্তের বইপ্রেমীদের কথা মাথায় রেখে এবার একগুচ্ছ স্পেশাল মেট্রোর ব্যবস্থা করলো কলকাতা মেট্রো কতৃপক্ষ। ইস্ট ওয়েস্ট মেট্রো করিডরের শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ (গ্রিন লাইন ১) পর্যন্ত অংশে এই বাড়তি পরিষেবা মিলবে। বইমেলার কয়েকদিন সোমবার থেকে শনিবার পর্যন্ত আপ ডাউন মিলিয়ে ১০৬ টির বদলে মোট ১২২টি মেট্রো চালানো হবে। রবিবার দুপুর ২ টো ৫ মিনিট থেকে মেট্রো মিলবে।
- Related topics -
- শহর কলকাতা
- বইমেলা
- কলকাতা মেট্রো
- শিয়ালদহ মেট্রো
- ইস্ট-ওয়েস্ট মেট্রো
- মেট্রো পরিষেবা
- মেট্রো আধিকারিক
- মেট্রো সময়সূচি
- মেট্রো কর্তৃপক্ষ
- মেট্রো