Indian Railway | সোম থেকে বুধ চলবেনা একগুচ্ছ লোকাল ট্রেন, জেনে নিন কোন ট্রেন কোথায় যাবে

Sunday, February 2 2025, 3:26 am
highlightKey Highlights

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আগামী তিনদিন তিনটি ইএমইউ লোকাল (৩০৩১২, ৩০৩১৪ এবং ৩০১২২) কলকাতা স্টেশনের পর আর যাবে না। চলবে না একগুচ্ছ ট্রেনও।


সোম থেকে বুধ শিয়ালদহ ডিভিশনে চলবেনা অনেকগুলো লোকাল ট্রেন। কিছু ট্রেনের রুটও পরিবর্তিত হলো। তিনটি ইএমইউ লোকাল (৩০৩১২, ৩০৩১৪ এবং ৩০১২২) কলকাতা স্টেশনের পর আর যাবে না। একজোড়া লোকাল (৩০১৫৪ এবং ৩০১২৩) চক্ররেলের রুটের বদলে শিয়ালদহ (উত্তর) স্টেশনে যাবে। চক্ররেলের একজোড়া লোকাল (৩০৭১১ এবং ৩০৫৫২) বালিগঞ্জ স্টেশন অবধি যাবে। (৩০১১২)এর যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হচ্ছে। (৩০৩৩১, ৩০১১১ এবং ৩০৩১৩) এই ৩টি লোকাল কলকাতা স্টেশন থেকে ছাড়বে। (৩০৩১৭) বালিগঞ্জ ও কাঁকুড়গাছির মধ্যে চলবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File