Supreme Court | সুপ্রিম কোর্টের 'সুপ্রিম' পদে বসছেন এক বাঙালি! প্রধান বিচারপতি হওয়ার দৌড়ে আইনজীবী জয়মাল্য বাগচী!

Friday, March 7 2025, 3:13 pm
highlightKey Highlights

বর্তমানে সুপ্রিম কোর্টে বাঙালি বিচারপতি হিসাবে রয়েছেন বিচারপতি দীপঙ্কর দত্ত। এবার সেই তালিকায় নবতম সংযোজন জয়মাল্য বাগচী।


দ্বিতীয়বারের মতো সুপ্রিম কোর্টের বিচারপতির আসনে বসতে চলেছেন এক বাঙালি। বর্তমানে সুপ্রিম কোর্টে বাঙালি বিচারপতি হিসেবে রয়েছেন বিচারপতি দীপঙ্কর দত্ত। সূত্রের খবর, এই তালিকায় যোগ দিচ্ছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী। আর তাঁর এই নিয়োগের সুপারিশ করেছে সুপ্রিম কোর্টের কলেজিয়াম। কলেজিয়াম সূত্রে খবর, সবকিছু ঠিক থাকলে ২০৩১ সালের দেশের প্রধান বিচারপতির আসনেও বসতে পারেন তিনি। তবে সে পরের কথা। তাঁর নিয়োগের গ্রীন সিগন্যাল দিয়েছেন প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার নেতৃত্বাধীন কলেজিয়াম।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File