Mumbai | হাসপাতাল থেকে পালালেন অন্তঃসত্ত্বা মহিলা বন্দি! মুম্বাইয়ে হুলুস্থূল

মুম্বইয়ের জে জে মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে পালিয়েছেন বাংলাদেশি এক মহিলা বন্দি।
৭ অগস্ট রুবিনা ইরশাদ শেখকে (২৫) ভুয়ো জন্ম শংসাপত্র দিয়ে ভারতীয় পাসপোর্ট তৈরি করার অপরাধে গ্রেপ্তার করে মুম্বই পুলিশ। তাঁর বিরুদ্ধে পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেনার্স অ্যাক্ট সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়। গ্রেপ্তারির সময় ওই মহিলা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। জ্বর এবং ত্বকের ইনফেকশনের কারণে গত ১১ অগস্ট তাঁকে মুম্বইয়ের জে জে হাসপাতালে ভর্তি করা হয়। গত ১৪ অগস্ট হাসপাতালে কর্তব্যরত পুলিশ কনস্টেবলকে ধাক্কা মেরে পালিয়ে যান তিনি। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে মুম্বই পুলিশ।
- Related topics -
- দেশ
- মুম্বাই
- মুম্বাই পুলিশ
- মেডিক্যাল কলেজ হাসপাতাল
- বাংলাদেশ