GST, Entertainment Tax | আরও দামী IPL-এর টিকিট, সস্তা হচ্ছে সিঙ্গল স্ক্রিনের সিনেমা! বিনোদন মাধ্যমেও GST সরকারের
Thursday, September 4 2025, 1:47 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলের মতো টুর্নামেন্টের কোনও খেলার টিকিটের উপর এবার থেকে বসতে চলেছে ৪০ শতাংশ কর।
আগামী ২২ সেপ্টেম্বর থেকে দুটি স্ল্যাবে ভাগ হয়েছে GST বা পণ্য ও পরিষেবা কর। বিলাসবহুল পণ্য ও মদ, সিগারেটের মতো জিনিসের ক্ষেত্রে লাফিয়ে বেড়েছে করের অঙ্ক। তবে কপালে হাত ক্রীড়াপ্রেমীদের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)এর মতো টুর্নামেন্টের টিকিটের উপর এবার থেকে ৪০ শতাংশ কর বসতে চলেছে। ৪ হাজার টাকার টিকিট এবার মিলবে ৪ হাজার ৩৭৫ টাকায়। তবে স্বস্তি পেলেন সিনেপ্রেমীরা। ১০০ টাকা বা তার কম দামী সিনেমার টিকিটের ওপর ১২ শতাংশ জিএসটি ছিল। তা কমে হয়েছে ৫ শতাংশ।
- Related topics -
- খেলাধুলা
- বিনোদন
- অর্থনীতি
- জিএসটি
- সিনেমাহল
- সিনেমাা
- ipl
- আইপিএল
- ক্রিকেট
- প্লাটফর্ম টিকিটের মূল্যবৃদ্ধি
- মাসিক টিকিট
- মূল্যবৃদ্ধি