Bangladesh । ভারতীয় মৎস্যজীবীদের করা হয়েছে শারীরিক নির্যাতন, অভিযোগ অস্বীকার ঢাকার
বন্দিদশা কাটিয়ে অবশেষে ভারতে ফিরেছেন ৯৫ জন মৎস্যজীবী। ভারতীয় মৎস্যজীবীদের বাংলাদেশের শারীরিক অত্যাচারের অভিযোগ অস্বীকার করল ঢাকা।
গত অক্টোবর, নভেম্বর মাসে ভারতীয় মৎস্যজীবীরা ভারতের জলসীমা পার করে বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়েছিল। এদিন অবশেষে মিলেছে মুক্তি। তাঁরা ফিরে এসেছেন ভারতে। তবে এসেই তাঁরা অভিযোগ করেছেন তাঁদের ওপর নৃশংস শারীরিক অত্যাচার করেছে বাংলাদেশ নৌ সেনা। ঘটনার তীব্রতায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন তাঁরা। ভয়ে জলে ঝাঁপও দিয়েছিলেন। তবে ৯ই জানুয়ারি বাংলাদেশ বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে এই সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাঁদের দাবি, মেডিক্যাল পরীক্ষাসহ আন্তর্জাতিক সব রীতি মানা হয়েছে।