Magnus Carlsen-Ryan Rashid | ৯ বছর বয়সি দাবাড়ুর কাছে পরাস্ত পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস! বাজিমাত বাংলাদেশের রায়ানের

Tuesday, January 21 2025, 4:35 am
Magnus Carlsen-Ryan Rashid | ৯ বছর বয়সি দাবাড়ুর কাছে পরাস্ত পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস! বাজিমাত বাংলাদেশের রায়ানের
highlightKey Highlights

দাবায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে হারালেন ৯ বছর বয়সি রায়ান রশিদ মুগ্ধ!


দাবায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে হারালেন ৯ বছর বয়সি রায়ান রশিদ মুগ্ধ! সম্প্রতি অনলাইনে একটি দাবা ম্যাচে বাংলাদেশের খুদে দাবাড়ু রায়ান পরাজিত করেছে কার্লসেনকে। ১৮ জানুয়ারি অনলাইনে এই ম্যাচটি আয়োজিত হয় চেস ডট কম ওয়েবসাইটে। সেখানে রায়ান তার কোচ নইম হকের অ্যাকাউন্ট থেকে খেলে। আর সেখানেই তার সামনে পড়েন ম্যাগনাস কার্লসেন। সেই বুলেট ফরম্যাটের ম্যাচে সে কার্লসেনকে পরাস্ত করেন। এই ফরম্যাটের নিয়ম অনুযায়ী, ম্যাচ শেষ করার জন্য প্রত্যেক প্লেয়ারের কাছে থাকে ১ মিনিট। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File