QS Ranking | সারা বিশ্বে কিউএস র্যাঙ্কিংয়ে প্রথম ৫০-এ দেশের ৯টি শিক্ষা প্রতিষ্ঠান, বঙ্গ আছে কত নম্বরে?
Thursday, March 13 2025, 1:27 pm

বিষয়ভিত্তিক কিউএস র্যাঙ্কিংয়ের প্রথম ৫০এ জায়গা করে নিল দেশের ৯টি শিক্ষা প্রতিষ্ঠান।
বুধবার প্রকাশ পেয়েছে বিষয়ভিত্তিক কিউএস র্যাঙ্কিং। এই তালিকায় প্রথম পঞ্চাশে জায়গা করে নিয়েছে আইআইটি দিল্লি থেকে শুরু করে জেএনইউ সহ দেশের ৯টি শিক্ষা প্রতিষ্ঠান। ভারতীয় শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে তালিকায় সবথেকে ওপরে আছে ধানবাদের ইন্ডিয়ান স্কুল অফ মাইনস। গোটা বিশ্বে ২০ তম স্থানে রয়েছে ভারতের এই শিক্ষাপ্রতিষ্ঠান। তালিকায় ২৮ এবং ৪৫ নম্বরে যথাক্রমে রয়েছে আইআইটি বম্বে এবং আইআইটি খড়গপুর। কলকাতা বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় রয়েছে ৪০১ থেকেও ৫০০ ক্রমতালিকার মধ্যে।