৮ জানুয়ারি থেকে ভারত-ব্রিটেন বিমান পরিষেবা ফের চালু হচ্ছে, একাধিক বিধি জারি করেছে কেন্দ্রীয় সরকার।

Saturday, January 2 2021, 11:06 am
highlightKey Highlights

৮ই জানুয়ারি থেকে ফের ভারত-ব্রিটেন পরিষেবা শুরু হতে চলেছে। নির্দেশিকায় বলা হয়েছে- যাত্রী করোনা নেগেটিভ কি না তা নিশ্চিত করতো হবে সংশ্লিষ্ট বিমান সংস্থাকে। করোনা নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে যাত্রীকে। ভারতে পৌঁছানোর পর প্রত্যেককে আরটি-পিসিআর পরীক্ষা করাতে হবে। পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলেও বাধ্যতামূলক ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। প্রত্যেক যাত্রীকে আগের ১৪ দিনের ভ্রমণ ইতিহাস জানাতে হবে। ৮ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত যারা ভারতে ফিরবেন তাঁদের সেলফ ডিক্লারেশন ফর্ম পূরণ করতে হবে। বিমানে ওঠার ৭২ ঘণ্টা আগে এই ফর্ম পূরণ করে বিমানবন্দরের অনলাইন পোর্টালে জমা দিতে হবে। এছাড়াও একাধিক বিধি জারি করেছে কেন্দ্রীয় সরকার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File