Telangana | আত্মসমর্পণ করলেন ৮৬ জন মাওবাদী সদস্য! ২৫ হাজার করে আর্থিক সাহায্য করলো পুলিশ!

Saturday, April 5 2025, 2:44 pm
highlightKey Highlights

শনিবার তেলেঙ্গানা পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন ৮৬ জন মাওবাদী সদস্য।


মাওবাদমুক্ত ভারত গড়ে তুলতে পর পর অভিযানে কোমর ভেঙে গিয়েছে মাওবাদীদের। কেবল ২০২৪ সালে বস্তার অঞ্চলে নিরাপত্তাবাহিনীর অভিযানে মৃত্যু হয়েছে ২৮৭ জন মাওবাদীর। গ্রেপ্তার হয়েছে হাজারেরও বেশি, পাশাপাশি আত্মসমর্পণ করেন ৮৩৭ জন। এরপর চলতি বছরে মাত্র ৩ মাসে এখনও পর্যন্ত ১৩০ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। এই অবস্থায় শনিবার তেলেঙ্গানা পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন ৮৬ জন মাওবাদী সদস্য। যাঁদের মধ্যে রয়েছেন ২০ জন মহিলা ক্যাডার। আত্মসমর্পণের পর ওই মাওবাদীদের ২৫ হাজার টাকা করে অর্থসাহায্য করা হয়েছে পুলিশের তরফে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File