Digital Arrest Fraud | ডিজিটাল গ্রেপ্তারির ফাঁদে পড়ে সাড়ে ৩ কোটি টাকা খোয়ালেন বৃদ্ধা! টানা ১ মাস ধরে চলে জালিয়াতি

Wednesday, November 27 2024, 4:07 am
highlightKey Highlights

ডিজিটাল গ্রেপ্তারির ফাঁদে পড়ে সাড়ে তিন কোটি টাকা খোয়ালেন মুম্বইয়ের ৭৭ বছরের বৃদ্ধা!


ফের শিরোনামে 'ডিজিটাল গ্রেপ্তারি' চক্রান্তে প্রতারণার ঘটনা। এবার ডিজিটাল গ্রেপ্তারির ফাঁদে পড়ে সাড়ে তিন কোটি টাকা খোয়ালেন মুম্বইয়ের ৭৭ বছরের বৃদ্ধা! গত সেপ্টেম্বর মাসে অচেনা নম্বর থেকে বৃদ্ধার হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন আসে। নিজেকে পুলিশ বলে দাবি করে এক পুরুষকণ্ঠ জানায়, তাইওয়ানে পাঠানো বৃদ্ধার একটি অবৈধ পার্সল বাজেয়াপ্ত করা হয়েছে। এরপর বৃদ্ধাকে ‘ডিজিটাল গ্রেপ্তার’ করা হয়। প্রায় এক মাস ধরে দফায় দফায় ছটি অ্যাকাউন্টে প্রায় তিন কোটি ৮০ লক্ষ টাকা নেওয়া হয় বৃদ্ধার থেকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File