Kalyani JNM Hospital | এবার ‘গণইস্তফা’ দিলেন কল্যাণী জেএনএম হাসপাতালের ৭৭ জন সিনিয়র ডাক্তার
Sunday, October 13 2024, 9:15 am

ধর্মতলার ধরনা মঞ্চে অনশন চালিয়ে যাচ্ছেন আরও ৬ জন জুনিয়র ডাক্তার।
ধর্মতলার ধরনা মঞ্চে অনশন চালিয়ে যাচ্ছেন আরও ৬ জন জুনিয়র ডাক্তার। ইতিমধ্যেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তিনজন জুনিয়র ডাক্তার। এই ঘটনার মধ্যেই ‘গণইস্তফা’ দিলেন কল্যাণী জেএনএম হাসপাতালের ৭৭ জন সিনিয়র ডাক্তার। আজ, রবিবার হাসপাতালের রেজিস্ট্রারকে ইমেল করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন তারা। ইস্তফাপত্রে ৭৭ জনের সই আছে। এই ইমেল পাঠানোর পর সোমবার থেকে তাঁরা আর কাজে যোগ দেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন।
- Related topics -
- আর জি কর কান্ড
- শহর কলকাতা
- রাজ্য
- চিকিৎসক