Syria | উত্তপ্ত সিরিয়া থেকে উদ্ধার করে 'নিরাপদে' আনা হলো ৭৫ জন ভারতীয়কে, শীঘ্রই ফিরবেন দেশে

Wednesday, December 11 2024, 6:49 am
highlightKey Highlights

ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, ৭৫ জন ভারতীয়কে উদ্ধার করে আনা হয়েছে। তাঁরা বেইরুটে পৌঁছে গিয়েছেন।


গৃহযুদ্ধে উত্তপ্ত সিরিয়া। দেশ ছেড়েছেন প্রেসিডেন্ট। গত সপ্তাহেই সিরিয়া থেকে দ্রুত বেরিয়ে আসার সতর্কতা জারি করা হয়। এই আবহে সিরিয়া থেকে ৭৫ জন ভারতীয়কে উদ্ধার করে আনা হলো। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, ৭৫ জন ভারতীয়কে উদ্ধার করে আনা হয়েছে। তাঁরা বেইরুটে পৌঁছে গিয়েছেন। সেখানে লেবাননের ভারতের রাষ্ট্রদূত নুর রহমান শেখ তাঁদের সঙ্গে দেখা করেন। এরপর সুবিধা মতো বিমানে ভারতে ফিরবেন তাঁরা। জানা গিয়েছে, উদ্ধার হওয়া ওই ৭৫জনের মধ্যে ৪৪ জন জম্মু কাশ্মীরের বাসিন্দা




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File