GBS Syndrome | প্রথমে ডায়রিয়া-জ্বর, তারপর মৃত্যু! ১৭ দিনে পুনেতে বিরল রোগে আক্রান্ত ৭৩!
Monday, January 27 2025, 3:43 am
Key Highlights
গত ১৭ দিনে পুনেতে বিরল গুলেন বারি সিনড্রোম স্নায়ুরোগে আক্রান্ত প্রায় ৭৩ জন।
গত ১৭ দিনে পুনেতে বিরল গুলেন বারি সিনড্রোম স্নায়ুরোগে আক্রান্ত প্রায় ৭৩ জন। এদের মধ্যে ৪৭ জন মহিলা ও ২৬ জন পুরুষ। আক্রান্ত রোগীদের মধ্যে ১৪ জনের অবস্থা আশঙ্কাজনক। সূত্রে খবর গত ১১ই জানুয়ারি ডায়রিয়া ও জ্বর নিয়ে পুনের একটি হাসপাতালে ভর্তি হন এক ব্যক্তি। এরপর শরীরে অসাড় হয়ে পড়ে তার। বেশ কয়েকদিন ভেন্টিলেশনে রাখা হয় তাঁকে। পরবর্তীতে ব্যক্তির মৃ্ত্যু হয়। GBS একটি বিরল স্নায়ুজনিত রোগ। যা সংক্রমণের পর শরীরের প্রতিরোধ্য স্নায়ুগুলিকেই সর্বপ্রথম আক্রমণ করে।