Krishnanagar | ৭২ ঘণ্টা পেরিয়েও কৃষ্ণনগরে তরুণী খুনে অভিযুক্ত এখনও অধরা
Wednesday, August 27 2025, 6:13 pm

৭২ ঘণ্টা পরেও অধরা নদিয়ার কৃষ্ণনগরে তরুণী খুনে অভিযুক্ত দেশরাজ সিং।
গত ২৬ অগস্ট দুপুর দুটো নাগাদ কৃষ্ণনগরে বাড়িতে ঢুকে ঈশিতা মল্লিকের বাড়িতে ঢুকে তাঁর মাথায় গুলি করে পালিয়ে যায় দেশরাজ। ঘটনার ৭২ ঘণ্টা কেটে গিয়েছে। এখনও অধরা অভিযুক্ত দেশরাজ সিং। পুলিশ সূত্রে খবর, তরুণীকে হত্যার আগেই উত্তরপ্রদেশে নিজেদের আদি বাড়িতে পালানোর ছক করে দেশরাজ। পালানোর আগে পশ্চিম বর্ধমানের বরাকর স্টেশনের কাছে ফোন ফেলে পালিয়েছে দেশরাজ। ফলে টাওয়ার লোকেশন ধরেও খুঁজে পাওয়া যাচ্ছে না তাঁকে। বরাকর এবং আসানসোল স্টেশনের বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।