বিনোদন

70th Filmfare Awards | ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে ১২টি অ্যাওয়ার্ড বাগালো ‘লাপাতা লেডিস’! ১৬তম অ্যাওয়ার্ড কিং খানের ঝুলিতে

70th Filmfare Awards | ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে ১২টি অ্যাওয়ার্ড বাগালো ‘লাপাতা লেডিস’! ১৬তম অ্যাওয়ার্ড কিং খানের ঝুলিতে
Key Highlights

এবারের ফিল্মফেয়ারে বাজিমাত করলেন কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’, যা জিতে নিল মোট ১২টি পুরস্কার।

শনিবার ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের মঞ্চে বাজিমাত কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’ এর। এদিন সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা সংলাপ, সেরা সঙ্গীত, সেরা পার্শ্ব অভিনেতা ও অভিনেত্রী, এবং সেরা নবাগত অভিনেত্রী পুরস্কার জিতলো সিনেমাটি। সেরা মিউজিক অ্যালবাম, সেরা গায়ক (অরিজিৎ সিং), সেরা লিরিক্স, এবং ব্যাকগ্রাউন্ড স্কোরও এর ঝুলিতে। সমালোচকদের বিচারে সেরা অভিনেতা হলেন রাজকুমার রাও (শ্রীকান্ত), এবং সেরা অভিনেত্রী প্রতিভা রান্তা (লাপাতা লেডিস), সেরা চলচ্চিত্র ‘আই ওয়ান্ট টু টক’, পরিচালনায় সুজিত সরকার।