Indian Railway | দীপাবলি ও ছট পুজো উপলক্ষ্যে চলবে ৭০০০ অতিরিক্ত স্পেশাল ট্রেন, থাকবে স্টেশনগুলিতে বিশেষ ব্যবস্থাও
Saturday, October 26 2024, 4:47 am
Key Highlights
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, গত বছরের তুলনায় ৪,৪২৯ টি বেশি ট্রেন চালানো হবে এই বছর।
দীপাবলি ও ছট পুজো উপলক্ষ্যে রেলের তরফে ৭০০০ অতিরিক্ত স্পেশাল ট্রেন চালানো হবে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, গত বছরের তুলনায় ৪,৪২৯ টি বেশি ট্রেন চালানো হবে এই বছর। রেলমন্ত্রী হিসেব দিয়ে জানিয়েছেন, দিপাবলীর সময় প্রতিদিন ১৩৬টি করে অতিরিক্ত ট্রেন চলবে। স্টেশনগুলিতে বিশেষ ব্যবস্থাও। থাকবে অতিরিক্ত টিকিট কাউন্টার, কড়া নিরাপত্তা ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা। এছাড়া ছট পুজোর জন্য আগামী ২, ৩ ও ৪ নভেম্বর প্রতিদিন ১৪৫টি করে অতিরিক্ত ট্রেন চালানো হচ্ছে।
- Related topics -
- ভারতীয় রেল
- দীপাবলি
- রেলমন্ত্রী