Pahalgam Terror Attack | পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলায় মৃত্যু ৭ পর্যটকের! সৌদি থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন প্রধানমন্ত্রীর!

কাশ্মীরের পহেলগাঁওয়ে রাজস্থান থেকে আসা একদল পর্যটকের উপর সন্ত্রাসবাদী হামলায় ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা।
কাশ্মীরের পহেলগাঁওয়ে রাজস্থান থেকে আসা একদল পর্যটকের উপর সন্ত্রাসবাদী হামলায় ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত ৭ পর্যটকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত অন্তত ২৫ জন, যার মধ্যে গুরুতর আহত ১৬ জন। এদিকে, রাষ্ট্রীয় সফরে সৌদি আরবে আছেন প্রধানমন্ত্রী মোদি। জানা গিয়েছে, সেখান থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করে হামলা নিয়ে খবরা খবর নিয়েছেন প্রধানমন্ত্রী। অমিত শাহকে ঘটনাস্থল পরিদর্শনের জন্যও অনুরোধ করেন তিনি। সূত্রের খবর এদিন রাতেই কাশ্মীর পৌছবেন স্বরাষ্ট্রমন্ত্রী।