Arjun Singh | অর্জুন সিংয়ের বাড়ির সামনে চললো ৭ রাউন্ড গুলি! পড়লো পরপর বোমা! বিজেপি নেতাকেই তলব পুলিশের!

ফের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাড়ির সামনে চলল গোলাগুলি, পড়লো বোমা।
ফের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাড়ির সামনে চলল গোলাগুলি, পড়লো বোমা। ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন এক তৃণমূল কংগ্রেস কর্মী। জানা গিয়েছে, জগদ্দলে মেঘনা মোড় এলাকায় অবস্থিত মেঘনা জুটমিলে দুই শ্রমিকের মারামারিকে কেন্দ্র করে ঝামেলা শুরু হয়। তারপরই বুধবার ভোররাতে পরপর সাত রাউন্ড গুলি চলে। পরপর পড়ে বোমা। এই ঘটনায় খোদ অর্জুন সিংকেই জগদ্দল থানায় তলব করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর চারটে নাগাদা তাঁকে নোটিস পাঠিয়েছে জগদ্দল থানা।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- রাজনীতি
- রাজনৈতিক
- বিজেপি
- বিজেপি কর্মী